মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের বড়খোলা গ্রামে।
জানা গেছে, কদমবাড়ী ইউনিয়নের বড়খোলা গ্রামের মহানন্দ রায়ের মেয়ে আখি রায় টেলিভিশন দেখার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আখি কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন