ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রহম আলী (৫৫) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ শ্রমিক।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চান্দাইকোনা মাষ্টার ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, নওগাঁ থেকে শ্রমিকরা ধান বোঝাই একটি ট্রাকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ফিরছিল। রায়গঞ্জের মাষ্টার ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা ১০-১২জন শ্রমিক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর রহম আলী মারা যান। আহতদের মধ্যে আরো দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন