সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসীতে ঝড়ের সময় বজ্রপাতে শিশু কন্যাসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। এ সময়ে বজ্রপাতে দুটি গরুও মারা গেছে।
নিহতরা হলো-পাঙ্গাসী ইউপির বেংনাই গ্রামের আজিজলের ছেলে মাদ্রাসা শিক্ষক সুলতান (৩৫) ও একই ইউপির চকনুর গ্রামের নুরনবীর মেয়ে নুপুর (১০)।
পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় সুলতান চরার মধ্যে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে তার গরু দুটিও মারা যায়। অপরদিকে, চকনুর গ্রামের ঝড়ের মধ্যে খেলার সময় বজ্রপাতে শিশু নুপুর মারা যায়।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন