নেত্রকোনা জেলার পূর্বধলা ও কেন্দুয়া উপজেলায় বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে।
পূবৃধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের দুবারই গ্রামে বজ্রপাতে রুবেল মিয়া (২০) নামক এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।
অপরদিকে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতি পুরে রহিছ উদ্দিন (৫৫) নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুবারই গ্রামের আব্দুল বারেকের পুত্র রুবেল মিয়া বৃহস্পতিবার বাড়ির সামনে ক্ষেতে পাকা ধান কেটে বাড়ি আনার পথে হঠাৎ বজ্রপাতে আহত হয়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু ঘটে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বজ্রপাতে রুবেল মিয়া নিহত হওয়ার কথা স্বীকার করেন।
অপরদিকে কেন্দুয়ার ভগবতিপুর গ্রামে মৃত শামছুদ্দিনের ছেলে রহিছ উদ্দিন হাওর থেকে ধানের মুঠি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন