নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা নতুন পাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত জয়নাল বিশা নতুন পাড়া গ্রামের মৃত ব্যাঙ্গা প্রামানিকের ছেলে।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা চৌধরী জানান, সন্ধ্যার সময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে তাড়াতাড়ি করে মাঠে থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জয়নাল।
এমন সময় বাড়ির নিকটে পৌঁছালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর জয়নালের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন