কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে হানা দিয়ে আনসার ব্যারাক থেকে ১১টি অস্ত্র লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত। হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৩ মে) ভোররাতে টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড় থেকে সশস্ত্র ডাকাত দলটি সি ও ডি ব্লক সংলগ্ন শাল বাগান আনসার ক্যাম্পে হামলা চালায়। এ সময় দায়িত্বরত আনসার সদস্য আলী হোসেন ও অপর আনসার সদস্য আলমগীর হোসেন কয়েকজন ডাকাতকে চিনে ফেলায় এক পর্যায়ে ডাকাতেরা ক্ষুদ্ধ হয়ে আলী হোসেনের ওপর হামলা চালায়। মুমূর্ষ আনসার সদস্যকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনসার সদস্য টাঙ্গাইলের শফিপুরের মৃত শুক্কুর আলীর ছেলে আলী হোসেন (৫৫) বলে জানা গেছে। ক্যাম্প পুলিশের ইনচার্জ আবুল কাশেম ১১টি অস্ত্র লুট ও আনসার সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেন। সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। নয়াপাড়া শরণার্থী ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ