চতুর্থ দফায় ইউপি নির্বাচনে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায় সহিংসতা রোধে শান্তি প্রতিষ্ঠায় গ্রামবাসীর সাথে আলোচনা সভা করেছে চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার।
আজ সকালে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হাফিজুর রহমান মিলন সরদার তার বক্তব্যে প্রতিদ্বন্দ্বী হেরে যাওয়া প্রার্থী সাহিদ পারভেজের প্রতি আহবান জানিয়ে বলেন ‘আলীনগরের উন্নয়নে আসুন আমরা মিলে মিশে কাজ করি এবং সাধারন মানুষের পাশে দাড়াই। আর এর জন্য মিথ্যা মামলা ও হামলার ঘটনা থেকে নিজেদের বিরত রাখি।’
এলাকার বিশিষ্ট ব্যক্তি আঃ খালেক রাঢ়ির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন নূর মোহাম্মদ মাতুব্বর, আবুল কালাম চৌকিদার, ওবায়দুল বেপারী, আলামিন চৌকিদার, লালমেয়া হাওলাদার, সেলিম হাওলাদার, মোহাম্মদ আলী সরদার, জাহাঙ্গির সরদার প্রমূখ।
সভা পরিচালনা করেন সোহরাব সরদার। সভা শেষে সকলের মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-০৮