জয়পুরহাট সদর উপজেলার তুলশীগঙ্গা নদী তীরবর্তী সতিঘাটা গ্রামে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আফজাল হোসেন (৪০) নামে আরেকজন। শুক্রবার বেলা ১১টার দিকে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রফিকুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। পেশায় তিনি শ্রমিক।
পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার সময় স্থানীয় কৃষক এনামুল হকের খেতে ৫ জন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে রফিকুলের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ