নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন পোরশা উপঝেরার নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহীম হোসেন (১৪) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক সচীন মুহুরী (৬০)।
স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় ইব্রাহীম বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটলে সে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মহাদেবপুরের ধঞ্জইল গ্রামের পাশে মাঠে ফসল দেখতে গিয়ে বজ্রপাতে মারা যান সচীন মুহুরী নামে এক কৃষক।
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ