কিশোরগঞ্জের তাড়াইলে শ্বশুরবাড়ি বেড়াতে এসে বজ্রপাতে এমরান মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপর ২টার দিকে। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের নূরুল ইসলামের ছেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান তার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামে বেড়াতে এসেছিল। আজ দুপুরে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবার পর বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। আশংকাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ