হাতে ছুড়ি নিয়ে আম কেটে খাবার সময় দৌড়াদৌড়ি-ছুটাছুটি করছিল কিশোর মেরাজুল ইসলামসহ (১৩) কয়েকজন শিশু-কিশোর। পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল ছোট্ট শিশু সিয়াম। আকস্মিকভাবে শিশু সিয়ামের বুকের বামপাশে গেঁথে যায় ছুরি।
গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর রাত আটটার দিকে মারা যায় শিশু সিয়াম। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সিয়াম জামুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় স্কুলের ১ম শ্রেণীর ছাত্র।
শিয়ালকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন জানান, জামুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মেরাজুল ইসলামসহ কয়েকজন শিশু-কিশোর ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। এক সময় শিশু-কিশোররা আম ও ছুরি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এক পর্যায়ে দৌড় দেয়ার সময় আকস্মিকভাবে শিশু সিয়ামের বুকে ছুরি লেগে যায়। গুরুত্বর অবস্থায় তাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে সেখানেই রাতে মারা যায় সে।
সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, রাতেই লাশ উদ্ধার করা হয়। সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশু সিয়ামের বাবা বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১১