পটুয়াখালীতে দুই মহিলাসহ তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ জেলার পৃথক পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস জানান, দুমকী উপজেলার জলিসা এলাকার কদমতলা খাল থেকে বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামের খলিল মৃধা (৩৫) নামের এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলাপাড়া থানার অফিসার ইনর্চাজ জিএম শাহনেওয়াজ জানান, উপজেলার ম্যাওরাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে রাশিদা বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মির্জাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার ঘটকের আন্দুয়া গ্রাম থেকে আউয়াল রাঢ়ীর মেয়ে তিন সন্তানের জননী জেসমিন আক্তারকে (৩০) বসতঘর থেকে দুর্বৃত্তরা গভীর রাতে তুলে নিয়ে পাশের একটি বাগানে বিবস্ত্র করে মুখে কাপর গুজে হত্যা করে ফেলে রাখে। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১৩