তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে দু'দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা ওয়েবভিত্তিক গণণাকারী যন্ত্র প্রয়োগকারী হিসাবরক্ষণ পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক হলরুমে কর্মশালাটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুর রউফ, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাদ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ