সুবর্ণচর উপজেলার থানারহাট চরবৈশাখী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মেজবাহ উদ্দিন লিটনের বসত ঘরে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষ কিরণ ও মাসুম মুহরীর নেতৃত্বে সন্ত্রাসীরা।
হামলায় মেজবাহ উদ্দিন লিটন (৫০), শাহানা বেগম (৪৫) ও নুসরাত জাহান (১৮) হামলায় আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
স্থানীয় এলাকাবাসী ও আহতরা জানান, গত ২০/২৫ বছর থেকে এই বাড়িতে লিটন বসবাস করে আসছে। প্রতিপক্ষ কিরণ মালিকানা দাবি করে জায়গা দখল করার জন্য বার বার হামলা ও মামলা করছে। একই কায়দায় সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বসতঘরে হামলা চালায় এবং ঘর-দরজা ভাংচুর করে।
প্রতিপক্ষ কিরণ অভিযোগ অস্বীকার করে বলেন, এই সম্পত্তি আমার। প্রতিপক্ষরা আমার মেয়ে মনিকা খায়ের রিতাকে মারধর করেছে।
এ ব্যাপারে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন