বারান্দার খুঁটির সঙ্গে পায়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালানো হয়েছে মাহফুজা খাতুন নামে এক গৃহবধূর উপর।
বুধবার মাগুরা সদর উপজেলার বরই গ্রামে শাশুড়ি, স্বামী, ভাসুর, দেবরসহ শ্বশুর বাড়ির লোকেরা ঘটনাটি ঘটিয়েছে।
দিনভর নির্যাতনের পর বিকেল সাড়ে ৫ টার দিকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে। এ সময় পুলিশ শাশুড়ি কমলা খাতুনকে গ্রেফতার করেছে।
মাহফুজা খাতুন জানান, তার ভাইয়ের ছেলে হিরণ (১৮) এর সাথে ভাসুর মন্টু মিয়ার মেয়ে সোনিয়ার প্রেমের সম্পর্কের বিষয় জানাজানি হলে স্বামী, ভাসুরসহ পরিবারের লোকেরা পায়ে শিকল বেঁধে ঘরের খুটির সঙ্গে তালা মেরে বেদম মারপিট করে।
মাহফুজার অভিযোগ বাবা-মা মরা ভাতিজাকে তার বাড়িতে আশ্রয় দেওয়াই মূলত তার অপরাধ।
মাহফুজার ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র মুস্তাফিজ জানায়, মায়ের উপর নির্যাতন ঠেকাতে গেলে তার নিষ্ঠুর বাবা তাকে লাথি মেরে ফেলে দেয়।
সদর থানার ওসি আজমল হুদা জানান, পুলিশ মাহফুজাকে উদ্ধার করেছে। শাশুড়ি কমলা খাতুনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন