নরসিংদী শহরের সংগীতা এলাকায় পুকুরের পানিতে ডুবে রাব্বি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বির পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় রাব্বি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুকুর পাড়ে যান। এসময় রাব্বিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন