বান্দরবান জেলার লামার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে অসারুং ত্রিপুরা (৫২) নামে এক রাবার বাগানের নারী শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম।
নিহত অসারুং ত্রিপুরা গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড গতিরাম ত্রিপুরার পাড়ার সাজারাম ত্রিপুরার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ১০/১১টি বন্য হাতির দল সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেঁকিছড়ার আগা এলাকায় একটি রাবার বাগানে হামলা চালায়। বাগানের শ্রমিক থাকার ৩টি বসতঘর ভাংচুর করে। এ সময় ঘরে থাকা নারী শ্রমিক অসারুং ত্রিপুরা পালিয়ে যেতে না পারায় ঘরবাড়ি ভাংচুরের সময় ঘরের চাপায় পড়ে মারা যান। পরে বন্য হাতির দল লাশটিকে আঁচড়িয়ে ক্ষতবিক্ষত করে। হাতির পালটি কয়েকঘণ্টা যাবৎ তাণ্ডব চালায়। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করতে লামা থানাকে বিষয়টি অবহিত করেছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, হাতির পালটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৯ মে রবিবার একই সরই ইউনিয়নের ধূইল্যা পাড়ায় বন্য হাতির হামলায় মেহেরুন্নেছা (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়। এছাড়া নিহতের মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫) আহত হয়।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব