কক্সবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আইনজীবীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে কেবল আইনজীবী হুমায়ুন আহমদের নাম জানা গেছে। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে লিংক রোড এলাকায় কক্সবাজারগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে হুমায়ুন আহমদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচজন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাবাজার এলাকা থেকে লোকজন বাসটি জব্দ করে।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব