কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের ৭১ বোতল মাদকদ্রব্যসহ একটি পিকআপ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর কাইচ্ছুটি গ্রামের মসজিদের সামনে পিকআপটি আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পিকআপটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পিকআপের চালক ও হেলপারসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে বস্তায় থাকা বিভিন্ন প্রকারের ৭১ বোতল মাদকদ্রব্য পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব