কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের শিতলীয়া সিংহের দীঘির উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই কাউছার ও এসআই শংকর মজুমদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।’
তবে স্থানীয় অনেকে জানান, স্থানীয়দের কেউ দীঘিটিতে গোসল বা হাতমুখ ধোয়ার জন্য সচরাচর নামেন না।
বিডি-প্রতিদিন/২ জুন ২০১৬/শরীফ