চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ শাহ আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শাহ আলম জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মন্টুর ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউপির মল্লিকপুর গার্লস স্কুলের পাশে আমবাগান থেকে তাকে আটক করে নাচোল থানার এসআই শহীদ।
এ ব্যাপারে নাচোল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। নাচোল থানার ওসি মো. ফাছির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২ জুন ২০১৬/শরীফ