টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল ৭টি অবৈধ বালুঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসররুর নেতৃত্বে অভিযান চালায় টাঙ্গাইল র্যাব-১২। এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ১৪ জনকে আটক ও বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।
আটককৃতদের মধ্যে দুজনকে ৫০ হাজার টাকা করে, একজনকে তিন মাসের জেল, আটজনকে তিন মাস করে জেল ও অর্থদণ্ড, পাঁচজনকে ৬ মাস করে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়। এতে মোট অর্থদণ্ড করা হয় ২১ লাখ ৫০ হাজার টাকা। তাৎক্ষণিক আদায় করা হয় ৯ লাখ ৫০ হাজার টাকা। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র্যাবের পক্ষে নেতৃত্ব দেন টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারম্নকী।
ভূঞাপুরে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আর এ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু।
বিডি-প্রতিদিন/২ জুন ২০১৬/শরীফ