বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল মোমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে সারিয়াকান্দি সদর ইউনিয়নের তিতপরল গ্রামের পুটু মিয়ার ছেলে এবং পেশায় পানের দোকানদার। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, আব্দুল মোমিন সকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন