কক্সবাজারের টেকনাফে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদে টেকনাফ সদরের উত্তর লম্বরী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫১ লাখ। উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান উপ-পরিচালম মুহাম্মদ আব্দুল্লাহিল মামুন।
বিডি-প্রতিদিন/ ০২ জুন, ২০১৬/ আফরোজ