কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মনজুর হোসেন (৩৮) নামের এক ফল ব্যবসায়ী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তা মাথায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুর সদর দক্ষিণ উপজেলার পশ্চিম যুক্তিখোলা এলাকার কেটারদুয়ারের মনু মিয়ার পুত্র।
জানা গেছে, ফেনী থেকে ফল নিয়ে একটি লেগুনা সদর দক্ষিণ যাচ্ছিল। পথিমধ্যে চিওড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ফল ব্যবসায়ী মনজুর নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহত ও আহত ব্যক্তিসহ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ০২ জুন, ২০১৬/ আফরোজ