বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তণখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ দিন পর অজ্ঞাতনামা কিশোরের মরদেহ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় কীর্তণখোলা নদীর দপদপিয়া এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালী মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, মৃত কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। গত সোমবার দুপুর ১টার দিকে সে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তণখোলা নদীতে অন্য কিশোরদের সঙ্গে গোসল করতে কীর্তণখোলায় নামে। এক পর্যায়ে সে স্রোতের তোড়ে তলিয়ে যায়। ওইদিন ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র ডুবুরী দল তল্লাশি চালিয়েও তার কোন সন্ধান পায়নি।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন