চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়ার একটি ব্রিকফিল্ডে ফের মোবাইল চোর সন্দেহে মো. মহিউদ্দিন (২৬) নামে এক যুবককে গণপিটুনি দেয় একটি ইটভাটার শ্রমিকরা। পরে ওই যুবকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ইটভাটার ১৪ শ্রমিককে আটক করেছে।
এর আগে ১৭ মে রাতে সীতাকুণ্ডের শীতলপুরের চৌধুরী ঘাটায় মোবাইল ফোন চুরির অভিযোগে 'আযবাহ ড্রিংকিং ওয়াটার' নামের কারখানায় আব্দুল মালেককে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিন লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সকাল ৭টার দিকে স্থানীয় স্থানীয় লেয়াকত মেম্বারের মালিকানাধীন পিবিএন ব্রিকফিল্ডের এক শ্রমিকের মোবাইল ফোন চুরি হয়। মহিউদ্দিন সেটি চুরি করেছে অভিযোগ তুলে তাকে ব্যাপক মারধর করে ইটভাটার শ্রমিকরা।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান বলেন, চোর সন্দেহে বেকার যুবক মহিউদ্দিনকে ব্রিকফিল্ডের শ্রমিকরা ব্যাপক মারধর করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইটভাটার ১৪ জন শ্রমিককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন