বাগেরহাটের ফকিরহাটে মালবাহি ট্রাকের ধাক্কায় সোহাগ কবিরাজ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের গোডাউন মোড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত সোহাগ ফকিরহাটের কলকলিয়া গ্রামের মৃত শৈলেন কবিরাজের পুত্র।
বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, বৃহস্পতিবার বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের গোডাউন মোড় এলাকায় মালবাহি দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সোহাগকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন