বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মজিবর রহমানকে মারপিট করার অভিযোগে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
গত বুধবার রাতে মজিবর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার মীরের চক গ্রামের মকবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৩০) ও আফতাব আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০) ভ্রাম্যমান আদালতে মামলার রায়ের নকলের একটি কপি তুলতে যায়। এসময় কপি না দিয়ে সময় লাগবে বলে জানিয়ে দেয়। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সামনে একা পেয়ে তারা মজিবর রহমান উপর হামলা চালায়। এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, অভিযুক্তরা বেশ কয়েক দিন ধরে নকলের জন্য গেলে
তাদের কাছে ঘুষ দাবি করে। এতে বাধ্য হয়ে তারা ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পর মেরেছে।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা সাহেব আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন