মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ফুটবল খেলার গোলপোস্ট থেকে শিশির (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। গঙ্গারামপুর বাজারের মুদি দোকান কর্মচারি শিশির বিশ্বাস একই গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।
শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গঙ্গারামপুর হাইস্কুলের পাশের খেলার মাঠের গোলপোস্ট থেকে শিশিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে শিশির আত্মহত্যা করেছে বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন