দিনাজপুর জেলার ফুলবাড়ীতে দুর্নীতি দমন মামলায় উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশের সহায়তায় উপজেলা চত্ত্বর থেকে তাকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, দুর্নীতি দমন কমিশন রংপুর এর উপ পরিচালক মোজাহার আলীর নেতৃত্বে ৩ সদস্যের একটি দল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পুলিশের সহায়তায় ফুলবাড়ী উপজেলা চত্ত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে ৬ মে-২০১৩ ইং তারিখে রংপুর সদর কোতয়ালী থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল, মামলা নাম্বার ১৫। সেই মামলায় তাকে আটক করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিম গত ৬ মে ২০১৫ থেকে দায়িত্ব পালন করছিলেন।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন