পর্যটন কেন্দ্র কুয়াকাটা প্রেসক্লাবের নতুন ১৩ সদস্যের কার্যকারী পরিষদ গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মো. নাসির উদ্দিন বিপ্লবকে সভাপতি এবং মো. আনোয়ার হোসেন আনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করাহ হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, সহ-সভাপতি কাজী সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আমির। অন্যান্য পদগুলো বিশেষ সভায় কো-অপ্ট করে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সন্ধ্যায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সদ্য বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেছেন। এর আগে নতুন কার্যকারী পরিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি বাংলাদেশ বেতারের কুয়াকাটা উপকূলীয় প্রতিনিধি রুমান ইমতিয়াজ তুষার।
এসময় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি এ.এম. মিজানুর রহমান বুলেট ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নির্বাহী সদস্য বাবু অনন্ত কুমার মুখার্জী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব