বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শাহজাদা মৃধা (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চালক মো. শাহজালাল বিশ্বাস (৩০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আমতলী উপজেলার মহিষকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাদা মৃধা বেতাগী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিকান্দার মৃধার ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বরগুনার বেতাগী উপজেলা থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিলো । হঠাৎ পথিমধ্যে টায়ার বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি উল্টে রাস্তায় পড়ে যায়। এসময় ঘটনা স্থলেই শাহজাদা নিহত হয়। আহত অবস্থায় শাহজালালকে পটুয়াখালী হাসপাতালে নেয়া হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মোটর সাইকেলসহ লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব