চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় পত্রিকার সাংবাদিক চঞ্চল মেহমুদকে (৩৭) অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের ১ ঘন্টা পর দর্শনার হল্ট রেলস্টেশন এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী।
আজ বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত চঞ্চল মেহমুদ দর্শনা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দর্শনা প্রতিনিধি।
দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মন্ডল জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংবাদিক চঞ্চল মেহমুদ বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছায়। এ সময় মিনারুল ও রানা নামের দুই জনসহ ১০/১২ যুবক অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ১ ঘন্টা পর হল্ট স্টেশন এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় সাংবাদিক চঞ্চল মেহমুদ বাদী হয়ে মিনারুল ও রানাসহ ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-১১