ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রাম থেকে জাকির হোসেন খান (৪৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মধুখালী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। নিহত জাকির লক্ষীনারায়নপুর গ্রামের ইসরাইল খানের পুত্র।
পুলিশ জানায়, লক্ষীনারায়নপুরের জনৈক আলাউদ্দিনের বাড়ীর পাশে একটি আম গাছে জাকিরের ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত জাকিরের পরিবার জানিয়েছে, সোমবার রাতে জাকির কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়ী ফিরে আসেনি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, জাকিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই জানা যাবে সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-১২