কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউপির নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ নেয়া চৌদ্দগ্রামের চেয়ারম্যানরা হলেন, কাশিনগরের মোশারফ হোসেন, উজিরপুরের জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুরের ভিপি মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুরের শাহজালাল মজুমদার, শুভপুরের খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশার কাজী জাফর আহাম্মদ, মুন্সিরহাটের মাহফুজ আলম, কনকাপৈতের জাফর ইকবাল, বাতিসার জাহিদ হোসেন টিপু, চিওড়ার একরামুল হক, গুণবতীর সৈয়দ আহম্মেদ খোকন, জগন্নাথের হাজী জানে আলম ভূঁইয়া ও আলকরার গোলাম ফারুক হেলাল।
উল্লেখ্য, গত ৭ মে অনুষ্ঠিত চৌদ্দগ্রামের ১৩ ইউপি নির্বাচনে ১১ জন নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ২ জন। এরা সবাই নৌকা মার্কার প্রার্থী ছিলেন।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-১৩