খাদ্যে ভেজাল দেওয়ার অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি বাজারে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, মুজাহিদ মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার, হাজি মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার ও মোক্তার হোটেলকে দুই হাজার টাকা জড়িমানা করেছে।
মাদারীপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর আরিফুল হক ও মাদারীপুর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস থানা পুলিশের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ