বাগেরহাটের ফকিরহাট উপজেলার আড়ুয়াডাংগা গ্রামে যুবলীগ কর্মী হাফিজুর রহমান সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মহসিনের বাড়ীতে ব্যাপক ভাংচুর চালিয়েছে। আজ ভোররাতে এ ঘটনা ঘটে।
পরে আজ সকালে নিহত হাফিজুরের ভাই আজিজুল ইসলাম সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে ইউপি চেয়ারম্যান কাজি মহসিনকে। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২/১৩ জনকে আসামী করা হয়।
এদিকে ঐ এলাকায় পুনরায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কোন্দলে খুন হয় যুবলীগ কর্মী হাফিজুর রহমান সরদার। এসময় ছাত্রলীগ কর্মী ইমরান খান ও তার পিতা খলিল খানকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করা হয়।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-১৯