টেকনাফে পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলা কৃষি অফিসের হলরোমে রামু হর্টিকালচার সেন্টারের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রামু হর্টিকালচারের উপ-পরিচালক শৈবাল কান্তি নন্দি, বিশেষ প্রশিক্ষক ছিলেন রামু, নাইক্ষ্যংছড়ি হর্টিকালচারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরান কবির ও টেকনাফ উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম।
কর্মশালায় বসত-বাড়ি, পতিত জায়গা ও পরিকল্পিত বাগান সৃজন, সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর বিভিন্ন প্রজাতির পুষ্টি সমৃদ্ধ ফলের চাষ করে পুষ্টির অভাব দূর করার উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশত মানুষ এই প্রশিক্ষণে অংশ নেন। অংশ-গ্রহণকারীদের মধ্যে উন্নত জাতের নারকেল গাছের চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-২১