বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া শিক্ষক আলহাজ খোন্দকার গিয়াস উদ্দিন আর নেই। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---রজেউন)।
মৃতকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় বাগেরহাট সরকারী উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম নামাজের জানাজা হয়। এরপর বাগেরহাট শহরতলীর পাটরপাড়াস্থ গ্রামের বাড়ীতে বেলা ১২টায় ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
বাগেরহাট ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আলহাজ খোন্দকার গিয়াস উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, ও সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদসহ সকল কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-২২