যশোরের পাঁচবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার ভোরে যশোর-মাগুরা সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন।
তিনি জানান, বুধাবর ভোর রাত ৩টার দিকে দিকে পুলিশের একটি টহল গাড়ি যশোর-মাগুরা সড়ক ধরে যাচ্ছিল। পথিমধ্যে একদল ডাকাত পাঁচবাড়িয়ায় কীটনাশক কোম্পানি সিনজেন্টার গুদামের কাছে রাস্তার দু'পাশে গাছে দড়ি বেঁধে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্চিল। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব