ফেনী জেলার সোনাগাজীতে পলাতক আসামি আটক করতে গিয়ে দুই ওসিসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সাইদ আনোয়ারকে আটক করতে গিয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- থানার ওসি মো. হুমায়ূন কবির, ওসি তদন্ত মো. মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক শাহ আলম, নাছির উদ্দিন, আবদুর রহমান ও নুরুল আমীনসহ ১২ জন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোনাপুরের তিনবাড়িয়া গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা সাইদ আনোয়ারকে আটক করতে সোনাগাজী মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় তার বাড়ির আশপাশের নারী-পুরুষরা উপস্থিত পুলিশ সদস্যদের ঘেরাও করে মরিচের গুড়া ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীরসহ ১২ জন আহত হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেজবাহ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ঘরের দরজা ভেঙে আসামি সাইদ আনোয়ারকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৬/হিমেল-১২