নোয়াখালীর সুধারামে অভিযান চালিয়ে মো. সাদ্দাম হোসেন প্রকাশ ওরফে রিদন (২৬) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে মাইজদী মধুসুদনপুরের অজুত কন্ট্রাক্টারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ওই বাড়ির সামছুল হকের ছেলে।
সুধারাম থানার ওসি (তদন্ত) মীর্জা মো. হাসান জানান, সাদ্দাম হোসেন দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে সুধারাম থানায় মাদকের ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব