চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে মাগুরা জেলা অইনজীবী সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বুধবার সকালে জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সামবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম।
বক্তারা মিতু হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিশেষ ট্রাইবুনাল গঠন করে খুনিদের বিচারের দাবি জানান। মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন, ২০১৬/ আফরোজ