চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ব্যাসিক আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বেসরকারী সংস্থা সুশীলনের সহযোগিতায় আজ সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। একদিনের এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে লার্নিং এ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় কর্মশালায় বক্তব্য রাখেন, সুশীলের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মি. সুকান্ত বিশ্বাস ও পাবলিক রিলেশন অফিসার নাজমুল হোসাইন।
প্রশিক্ষণ প্রদান করেন সিব্বির আহমেদ ও রহমত-ই-খোদা। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন মিডিয়াকর্মী অংশ নেন।
কর্মশালায় সাংবাদিকতার পাশাপাশি অবসর সময়ে ফ্রি ল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করে নিজেদের উপার্জন বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৬/হিমেল-২০