মাদারীপুরের মোস্তাফাপুর এলাকার জুয়েল চৌকিদারের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রুবেল ফকির, ইদ্রিস সরদার, সাদ্দাম গাজী, বাবুল দালাল, আমির বেপারী, ওসমান ফকির। আটককৃদের সবার বাড়ী বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর তুলাতলা গ্রামে।
মাদারীপুর ডিবি পুলিশের এসআই মো. রাজিব জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল চৌকিদারের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের অস্ত্রসহ আটক করা হয়েছে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৬/হিমেল-২১