বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮ জন ব্যবসায়ীকে বিভিন্ন অংকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ও সহকারী কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা আজ বুধবার পৃথকভাবে পুলিশের সহযোগীতায় এই আদালত পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তা জানান, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আজ যে সকল ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে, নির্ধারিত মূল্যে পেট্রোল বিক্রি না করায় বিসমিল্লাহ ট্রেডার্সকে ১হাজার টাকা, মাংস বিক্রেতা হাকিম শেখ ১হাজার, মাছ বিক্রেতা শাজাহান শেখ ৫শ’ ও এলপিজি গ্রাস বিক্রেতা শামীম ট্রেডার্সকে ১হাজার টাকা। এ ছাড়াও অপর ১৪জন ব্যবসায়ীকে ১৭হাজার ৫শ’ টাকা জরিমানা করেন আদালত।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন