বগুড়ায় বিভিন্ন দাবি জানিয়ে নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরের বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইন্টারনেটে পর্নো ওয়েবসাইট, পর্নোগ্রাফি, নাটক, সিনেমা, বিজ্ঞাপন, যাত্রায় নারী দহের অশ্লীল উপস্থাপন বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্রের জেলা সমন্বয়ক নুরজাহান রেখা, বাসদের জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম, আতিয়া বেগম ডলি, বনানী রায় ববি ও নওশীন মুস্তারী সাথী প্রমুখ।
বক্তারা বলেন, ইন্টারনেটের সঠিক ব্যবহার মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। কিন্তু ইন্টারনেটে পর্নো ওয়েবসাইট সুস্থ সংস্কৃতি চর্চার বিপরীতে একটি ভোগবাদী সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছে।
পাশাপাশি নাটক, সিনেমা, বিজ্ঞাপন, যাত্রায় নারী দেহের অশ্লীল উপস্থাপন করা হচ্ছে। তাই প্রযুক্তির নামে এসবের অপব্যবহার ও নারী দেহের অশ্লীল উপস্থাপনা বন্ধের দাবি জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন