পঞ্চগড়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল বুধবার দুপুুরে করতোয়া নদীর বালুচরে বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন।
এ সময় বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন হিশাম মো. শফিক এটিও।
পুলিশ জানায়, ওই মর্টার শেলটি ১৯৭১ সালে স্বাধিনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। গত ৮ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার চাওয়াই নদীর গোয়ালপাড়া ঘাটে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায় স্থানীয় স্কুল শিক্ষার্থী সাকিমুল (১২) ও শাকিল (১৪)। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সদর থানার এস আই নয়ন শাহা পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, পঞ্চগড়ের অমরখানায় পাক সেনাদের শক্ত ঘাটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সাথে পাক সেনাদের বার বার যুদ্ধ সংঘঠিত হয়। নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন