বগুড়ার শিবগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে রোমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোমান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরিপুর গ্রামের মাহাবুল হোসেনের ছেলে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রতিবেশি এনামুল হক জানায়, দুপুরে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর পাশের পুকুরে তার মৃতদেহ উদ্ধার করে। কোনো এক সময়ে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে ডুবে সে মারা যায় বলে গ্রামবাসীরা জানায়।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন